প্রকাশিত: Thu, Mar 23, 2023 8:03 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:04 PM

তাহলে কি লেখাপড়া বন্ধ থাকবে!

আব্দুন নূর তুষার : আপনাদের একটা মজার কথা বলি। যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পায় তারা বাংলাদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে না। অথচ যারা বৃত্তি পায় না; তারা এটা খুলতে পারে। আপনার মেধা বেশি, তাই আপনাকে আপনার স্বজনেরা ঈদে একটু ভালো খাবার জন্য একশ ডলার পাঠাতে পারবে না। এই অদ্ভুত নিয়ম মেধাবীদের বাবা-মাকে হতাশ করে। আর তাদের বাধ্য করে অনির্ধারিত পথে টাকা পাঠাতে।

বৃত্তি মানে তো কেবল বিশ্ববিদ্যালয়ের বেতন। থাকা খাওয়া। জামা জুতা কিংবা অন্য প্রয়োজনীয় খরচ কোথা থেকে আসবে? আর আপনি ভালো ছাত্র না। বৃত্তি পাননি। আপনি পঁচাশি হাজার ডলার দিয়ে গাড়িও কিনতে পারবেন। তখন সমস্যা নেই? বাবা-মা আপনাকে টাকা পাঠাতে পারবে। আর এখন ডলার নাই, তাই এই স্টুডেন্ট হিসাব কাউকে নাকি খুলতেই দিচ্ছে না। তাহলে কি লেখাপড়া বন্ধ থাকবে? এ এক মুল্লুক বটে!

  লেখক: মিডিয়া ব্যক্তিত্ব। ফেসবুক থেকে